মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কোটালীপাড়ায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ২১:৩৭

কোটালীপাড়ায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আল-কারিম সেবা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলার পৌর মার্কেট চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চরমোনাইর খলিফা মাওলানা মোঃ আঃ আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আল-কারিম সেবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ফরিদ আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি আব্দুল রাজ্জাক, মাওলানা ফারুক হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ক্বারী তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তসলিম হোসেন, কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান ও মাওলানা আরিফ বিল্লাহ বক্তব্য রাখেন।

আল-কারিম সেবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ফরিদ আহম্মেদ হাওলাদার বলেন, আল-কারিম সেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ মুজাহিদ কমিটির একটি সহযোগী সংগঠন। আমরা চরমোনাইর পীর সাহেবের নির্দেশে এ ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এ কার্যক্রমের বাহিরে আমরা করোনায় কারো মৃত হলে তার দাফন কাফনেরও ব্যবস্থা করবো।

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top