ঘোড়াঘাটে করতোয়া নদীর বাঁধ ভেঙ্গে বিলীন হতে চলেছে ঘোড়াঘাট বন্দর

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ০০:১৬

ঘোড়াঘাটে করতোয়া নদীর বাঁধ ভেঙ্গে বিলীন হতে চলেছে ঘোড়াঘাট বন্দর

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর উপর পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি প্রতি বছর বন্যার ভাঙনে ঘোড়াঘাট বন্দরের বড়গলি নাপিতপাড়া সহ কয়েকটি গ্রাম বিলীন হতে চলেছে। ইতিমধ্যে বাঁধটি ১ কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা শ্রী বাসনা বলেন, অবিরাম বর্ষণ ও উজানে পানি ধলে করতোয়া নদীর পানি বাড়ছে, যদি করতোয়া নদীর তীরবর্তী ভাঙনরত বাঁধটিতে মজবুত কোন স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে ২/১ বছরের মধ্যেই গ্রামটি বিলীন হয়ে যাবে। আরও এক বাসিন্দা শ্রী বিপুল চন্দ্র জানায়, ইতিমধ্যে এলাকাবাসী নিরাপত্তার সহায়তার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন পাঠিয়ে দিয়েছে। কিন্তু কোন কাজ হয়নি।

ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘোড়াঘাট বন্দরটি একটি ঐতিহাসিক জনপদ যে জনপদের সাথে জড়িয়ে রয়েছে মোঘল-সুলতান ও পাঠানদের শাসনামল, রয়েছে একটি ঐতিহাসিক ঘোড়াঘাট দূর্গ। এটি রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও পানি উন্নয়ন বোর্ড কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুর জেলার নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সাথে কথা হলে করতোয়া নদীর ভাঙনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তপূর্বক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top