• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দুই মন্ত্রী সভায় আসলেন অটোরিকশায় চড়ে

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:২৭

দুই মন্ত্রী সভায় আসলেন অটোরিকশায় চড়ে

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আওয়ামী লীগের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের। সভাস্থলে উপস্থিত এলাকাবাসী তাদের অপেক্ষায়। যথারীতি নির্ধারিত সময়েই এলেন মন্ত্রীদ্বয়, তবে তাক লাগিয়ে।

সভাস্থলে যখন দু'জনে অটোরিকশা থেকে নামলেন তখন আদতেই বিস্মিত এলাকাবাসী। কেননা এমন অভিজ্ঞতা তাদের আগে কখনও হয়নি। দেশের প্রভাবশালী দুই মন্ত্রী অটোরিকশা চড়ে সভায় যাবেন, এমন দৃশ্য দেখতে পাবেন তা ভাবতেও পারেননি এলাকাবাসী।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অটোরিকশা করে আলোচনা সভায় যোগ দেন দুই মন্ত্রী।

এর আগে বেলা ১১টায় স্পিডবোট নিয়ে মধ্যনগর থানার সামনে আসেন দুই মন্ত্রী। এসময় ফুল ছিটিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। সেখানে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে সেখানে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন দুই মন্ত্রী। সেখান থেকে বের হয়ে দুই মন্ত্রী উপজেলার বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখান থেকে অটোরিকশায় উঠেন দুই মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য।

অটোরিকশার পেছনের দুই সিটে ছিলেন দুই মন্ত্রী ও সামনের সিটে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top