• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী দাদি

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৬

নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী দাদি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাতির কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী দাদি দুলী মন্ডল। সোমবার তিনি উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নাতি সুজন মন্ডলের কোলে চড়ে এসে ভোট দেন।

দুলী মন্ডল রাজাপুর গ্রামের মৃত ভদ্র মন্ডলের স্ত্রী। এবারই প্রথম কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল কান্তি বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুলী মন্ডল বলেন, ‘জীবনে অনেক ভোট দিছি। কিন্তু এবার অন্য ভাবে ভোট দিলাম। একটা মেশিনে হাত ছোঁয়াইলাম আর ভোট হইয়া গ্যালো’।

উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান বলেন, কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে ব্যালট ও ১টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ১১টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top