• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কোটালীপাড়ায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে মৎস্যজীবীর মৃত্যু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১২

কোটালীপাড়ায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে মৎস্যজীবীর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে বাদশা মল্লিক (৪৫) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কান্দি ইউনিয়নের বানারঝোড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাদশা মল্লিক উপজেলার বানারঝোড় গ্রামের আকু আলী মল্লিকের ছেলে।

বাদশা মল্লিকের ছেলে সাকিব মল্লিক (১৮) বলেন, শুক্রবার রাতে আমার পিতা বাদশা মল্লিক বড়শি দিয়ে মাছ ধরার জন্য বাড়ির পাশে বিলে যায়। রাতে সে বাড়ি ফিরে না এলে আমরা শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে চারিদিকে খোঁজাখুজি করি। অনেক খোঁজাখুজির পরে তোফাজ্জ্লেল ফকিরের বাড়ি পাশে পানিতে বৈদ্যুতিক তারে জড়ানো মৃত অবস্থায় ভাসতে দেখি। এরপর আমি এলাকার লোকজনকে খবর দেই। এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমার পিতার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশ না করা শর্তে এলাকার এক সমাজসেবক বলেন, বানারঝোড় গ্রামের তোফাজ্জেল ফকিরের বাড়ি থেকে পাশ্ববর্তী করফা গ্রামের হাসিব তালুকদারের বাড়িতে অবৈধ বৈদ্যুতিক সংযোগ নিয়েছে। এই অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে মৎস্যজীবী বাদশা ফকিরের মৃত্যু হয়েছে। আমরা এই অবৈধ সংযোগ বিছিন্নর জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ সাখায়ত হোসেন বলেন, অবৈধ সংযোগ বিছিন্ন করে আমরা তার উদ্ধার করে নিয়ে এসেছি। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

কোটালীপাড়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, ইউডি মামলা দিয়ে লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top