• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাগেরহাটে ভোররাতে অজ্ঞান করে দুই বাড়িতে লুট

শাকিল খান | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ১৬:৪০

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বাড়িতে সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মিজানুর রহমান শিকদার ও তার ভাই মৃত কামরুজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

দুই পরিবারের বিষাক্ত স্প্রেতে আহত ৫ জন অজ্ঞান অবস্থায়। তারা হচ্ছেন মিজানুর রহমান শিকদার (৬০) ও তার স্ত্রী রানী বেগম (৫২)। অপর ঘরের আহতরা হচ্ছেন মৃত কামরুজ্জামানের স্ত্রী নাজমা বেগম (৫০), মেয়ে কলেজছাত্রী তুবা আক্তার (২০) ও ছেলে রায়হান শিকদার (১৫)। উভয় পরিবারের সকলে অজ্ঞান থাকায় দুর্বৃত্তরা নগদ টাকাসহ কত টাকার মালামাল হাতিয়ে নিয়েছে তা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর রাত ৪টা দিকে ওই পরিবার দুটির লোকজন সেহরী খেতে উঠেছিল। এরপরে দুই পরিবারের সকলে ঘরের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকেন। বেলা ৯টার দিকে স্থানীয়রা টের পেয়ে আহতদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ড চৌকিদার সুলতান ওই সময় থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করেন। তবে, জনবল সংকটের কারণে খবর পাওয়ার ১২ ঘণ্টা পরে রাত ৯টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ইউনিয়ন বিট অফিসার এসআই বিকাশ বলেন, পুলিশ বিষয়টি অনুষন্ধান শুরু করেছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top