• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রতি মণ সরিষা ৩,৮০০ টাকায় বিক্রি, এতে খুশি চাষিরা

শাকিল খান | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ১৯:০৪

সিরাজগঞ্জের কাজিপুরে প্রতি মণ সরিষা ৩৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকা ও পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় সরিষার ব্যাপক ফলন হয়েছে। আশানুরূপ ফলন ও দাম ভালো পাওয়ায় খুশিতে সরিষা চাষিরা।

জানায় যায়, এ উপজেলায় চলতি মৌসুমে মোট ৯৩০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রা ছিল ৮৩০ হেক্টর। সরিষার ফলন বাড়াতে কৃষকদের মাঝে মৌসুমের শুরুতে কৃষি অফিস কর্তৃক উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ সরবরাহ করা হয়েছে।

 এছাড়া উপজেলায় বিনামূল্যে কৃষকদের সরিষা বীজ ও সার দেওয়া হয়েছে। উন্নত ফলনশীল জাতের বারী-৯, ১১, ১৪, ১৫, ১৭, ১৮ বিনা-৪, টরি-৭ জাতের সরিষার চাষসহ স্থানীয় জাতের সরিষার চাষ হয়েছে।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম বলেন, সরিষা চাষ সফল করতে কৃষক পর্যায়ে সরিষা সংরক্ষণের জন্য যথাপোযুক্ত পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০শ’ হেক্টর সরিষা চাষ বেশি হয়েছে। বর্তমানে সরিষা আশানুরূপ দামে বিক্রি হচ্ছে।

তিনি আরও জানায়, সরিষার ফুল ও পাতা জমির উর্বরতা শক্তি বাড়ায়। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top