• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোপালগঞ্জে পৌঁছেছে কোভিড-১৯ এর ভ্যাকসিনের ৩৬ হাজার ডোজ

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ০০:০৯

গোপালগঞ্জে পৌঁছেছে কোভিড-১৯ এর ভ্যাকসিনের ৩৬ হাজার ডোজ

গোপালগঞ্জে কোভিড-১৯ এর ভ্যাকসিনের ৩৬ হাজার ডোজ পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি করোনার টিকা দেয়া হবে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে একটি গাড়িতে করে জেলা শহরের ইপিআরই ভবনে করোনা ভ্যাকসিনের ৩৬ হাজার ডোজ এসে পৌঁছায়। পরে গাড়ী থেকে ভ্যাকসিন রিসিভিং কমিটির সদস্যরা ভ্যাকসিনগুলো বুঝে নেন। ভ্যাকসিনের ডোজগুলো গাড়ী থেকে নামিয়ে ভবনের ফ্রিজগুলোতে সংরক্ষণ করা হয়েছে।

এসময় ডা: এসএম সাকিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রোকোনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুলাহ আল মামুদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বুথ করে করোনার ভ্যাকসিন দেয়া হবে। এখন চলছে তালিকা তৈরির কাজ। প্রাথমিক পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদেরকে এই ভ্যাকসিন দেয়া হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top