চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
Nasir Uddin | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৮
 
                                        চাঁদপুর সদরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা (২৮) ও তার ছেলে আবু বকর এবং সাপদী গ্রামের ফজলুল হক সরকারের ছেলে মানছুরা (২)।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতেন না। কোনো এক সময় দুই ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। এসময় ছোট ছেলে আবু বকরতে তুলতে গেলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জালাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমানসহ ঢাকায় থাকেন। বুধবার তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।
অন্যদিকে, পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নে সাপদী গ্রামে মানছুরা নামে ২ বছরের আরেক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাকেও চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
মৃত শিশুটির বাবা ফজলুল হক সরকার জানান, তার স্ত্রী দুপুরে রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মানছুরা ঘর থেকে বেরিয়ে পড়ে। একপর্যায়ে পাশের পুকুরে নেমে যায়। এরমধ্যে তাকে খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গেলে সেখানে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।