• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


খুলনায় প্রথম করোনার টিকা নিলেন সিটি মেয়র

খুলনা থেকে | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৫৫

খুলনায় প্রথম করোনার টিকা নিলেন সিটি মেয়র

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক নিজে প্রথম করোনার টিকা গ্রহণ করে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। এরপর খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ টিকা গ্রহণ করেন।

এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কে এম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

খুলনা মহানগরে ১৩টি এবং প্রত্যেক উপজেলায় তিনটি হিসাবে মোট ৪০টি কেন্দ্রে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান রোববার থেকে শুরু হচ্ছে।

প্রসঙ্গত, খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা টিকা দেয়া হবে। যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৯৬০ ডোজ দেয়া হবে। ইতোমধ্যে সকল কেন্দ্রে টিকা পৌঁছে দেয়া হয়েছে।

প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক ১৫টি ক্যাটাগরির লোককে এই টিকা দেয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top