গোপালগঞ্জে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ১৫:৪৫
                                        গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে দেশীয় মদ, নগদ টাকা ও মোবাইলসহ প্রবীর তালুকদার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী প্রবীর তালুকদার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের মুকতেশ তালুকদারের ছেলে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজীব ফরহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে দেড় লিটার দেশীয় মদসহ প্রবীর তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেহ তলাশী করে মাদক বিক্রির দুই হাজার চার’শ টাকা, মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী প্রবীর তালুকদার দীর্ঘদিন ধরে মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় দেশীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।