বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

কুড়িগ্রামে গণসমাবেশ

তিস্তা নদী সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি: | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৮

ছবি: সংগৃহীত

তিস্তা নদী রক্ষা ও জলসম্পদ সুরক্ষার দাবিতে রাজারহাটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলা বিএনপির কার্যালয়ে ‘বিএনপি ও জাগো – তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ যৌথ আয়োজনে সমাবেশে প্রধান বক্তা জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, অবিলম্বে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং ভারতের সঙ্গে অভিন্ন নদী হিসেবে ন্যায্য হিস্যা অনুযায়ী তিস্তা চুক্তি সম্পন্ন করতে হবে।

মোস্তফা আরও বলেন, তিস্তা নদীতে সারা বছর পানিপ্রবাহ বজায় রাখতে জলাধার নির্মাণ, নদীর শাখা-প্রশাখা ও উপশাখাগুলোর সঙ্গে পূর্বের সংযোগ পুনঃস্থাপন এবং নৌ চলাচল পুনরায় চালু করতে হবে।

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, নদীর ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। নদীভাঙনের শিকার ভূমি-গৃহহীন ও মৎস্যজীবীদের পুনর্বাসন, কৃষক সমবায় ও কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান অপরিহার্য। এছাড়া প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তাপারের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অন্যান্য বক্তারা বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর মরণদশা হয়। বর্ষায় উজানের পানিতে নদীর তীরে বন্যা ও ভাঙনে তিস্তাপারের মানুষরা নিঃস্ব হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগের অবসান হওয়া জরুরি।

সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড: শফিকুল ইসলাম, সদস্য সচিব সহিদুল ইসলাম ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top