শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

আহত বহু

ঘন কুয়াশায় দেশের বিভিন্ন সড়কে প্রাণ গেল অন্তত ৯ জনের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৪

ছবি: সংগৃহীত

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ঘন কুয়াশার প্রভাব বাড়ছে। কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় প্রতিদিনই ঘটছে একের পর এক দুর্ঘটনা। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশাজনিত সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ফেনীর সোনাগাজী উপজেলার ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ডাকবাংলা ফিলিং স্টেশনের সামনে শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুহাম্মদ ফয়সাল বাদশা (৩৫) নিহত হন। তিনি সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আবদুল মোতালেব শাহাবুদ্দিনের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ছাত্তার ওরফে দিলীপ (৬০) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি গুরুতর আহত হয়েছেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া-শরীয়তপুর সড়কে শুক্রবার সকাল ৭টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হন।

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়া পুকুর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।

নিহতরা হলেন বাসের হেলপার মুসা আকন্দ ও যাত্রী জামিল হোসেন।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাইমাইল এলাকায় শুক্রবার ভোরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন ইউসুফ আলী (১৫) ও মিরাজ হোসেন (১৮)।

ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং এলাকায় পৃথক তিনটি দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এসব দুর্ঘটনা ঘটে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top