ওসিকে প্রকাশ্যে হুমকি,বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৭:৫৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত শোকজ চিঠিটি মাহদী হাসানের কাছে পাঠানো হয়। একই সঙ্গে চিঠিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের দেওয়া কিছু বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ধরনের বক্তব্য কেন তিনি দিয়েছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাহদী হাসানকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে মাহদী হাসানের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে কথা বলার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে হুমকিমূলক ভাষায় বক্তব্য দেন এবং বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে কথা বলেন। তার ওই বক্তব্যকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের প্রতি হুমকির অভিযোগ ওঠে।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।