রাঙ্গুনিয়ায় নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:৫২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের এক দিন পর বাঙ্গি ক্ষেত থেকে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. শাহেদ ইসলাম (১৭) পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তিনি পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহেদ ইসলাম সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে খুঁজে পাননি। নিখোঁজের পর রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙ্গি ক্ষেতে শাহেদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। হত্যার কারণ ও আসামিদের শনাক্তকরণে তদন্ত চলছে।
মরদেহ শনাক্তের সঙ্গে সঙ্গে এলাকায় হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। নিহতের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।