বিয়ের আসরে ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড হাতে ন্যায়বিচারের দাবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৫:২২

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সোমবার (৫ জানুয়ারি) বিয়ের আসরে দাঁড়িয়ে নবদম্পতি মো. সুজন বিশ্বাস ও কুররাতুল আইন কানিজ ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন। এ অভিনব প্রতিবাদ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে পাঁচটিকরি গ্রামের মো. সুজন বিশ্বাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন অনুষ্ঠানের এক পর্যায়ে বর ও কনে প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসলামী ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানান।

জানা গেছে, কুররাতুল আইন কানিজ ডাকসুর শামসুন নাহার হলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। বর সুজন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত আছেন।

নবদম্পতির এ অভিনব উদ্যোগে উপস্থিত অতিথিরা মানবিক প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত স্থাপন হিসেবে মন্তব্য করেছেন।

ভিপি কুররাতুল আইন কানিজ গণমাধ্যমকে বলেন, “হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।” বর সুজন বিশ্বাস বলেন, “বিয়ে আনন্দ উৎসবের মধ্যেও আমরা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিতে চেয়েছি। আমরা শহীদ ওসমান হাদির বিচার চাই।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top