বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ভারতে আটক হওয়া রবিউল ইসলামের লাশ ফেরত দিলো বিএসএফ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৫:২৪

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) হাতে আটক হওয়ার পর মারা যাওয়া বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের লাশ সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, পতাকা বৈঠকের পর রবিউলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএসএফের দাবি অনুযায়ী, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার পর তাকে আটক করা হয়। আটক অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে এই মৃত্যু অসুস্থতাজনিত নাকি অন্য কোনো কারণে তা স্পষ্ট নয়। বিজিবি জানায়, লাশ হস্তান্তরের সময় ভারতীয় কর্তৃপক্ষ ময়নাতদন্তের কোনো রিপোর্ট দেননি। বাংলাদেশ পুলিশ পরে নিজ উদ্যোগে ময়নাতদন্ত করবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি রাতে রবিউল ইসলামসহ আরও কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। জহুরপুরটেক সীমান্ত পিলার ১৯/৭ এলাকা দিয়ে তারা ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় গরু চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করেন। রঘুনাথগঞ্জ থানার বিএসএফ সদস্যদের ধাওয়া চলার সময় অন্যরা পালিয়ে গেলেও রবিউল আটক হন। ৪ জানুয়ারি ভোরে তাকে বিএসএফ একটি ক্যাম্পে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অভিযোগ করেছেন, রবিউল ইসলামের মৃত্যু বিএসএফের হাতে আটক অবস্থায় নির্যাতনের কারণে হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top