বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:২৩

সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মাহমুদ ডেনিমস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সফিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, দীর্ঘ তিন মাস ধরে বেতন না পাওয়ায় শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা মহাসড়কে অবস্থান নেন। এতে উভয় পাশে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

শ্রমিক আলতাফ হোসেন বলেন, “ঘরভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে না পেরে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।” মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামিম আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top