বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:২৭

সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে বনের মধ্যে খড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আহমেদ আলী ওরফে বাটালু (৬৫), তিনি মালাকোচা এলাকার মৃত কানাই শেখের ছেলে। বনবিভাগ জানায়, এলাকার বালিজুরী সদর বিটে গত কয়েকদিন ধরে ৩৫-৪০টি বন্যহাতির একটি দল অবস্থান করছে। আজ সকালে আহমেদ আলীসহ আরও ২-৩ জন লাকড়ি কুড়াতে গিয়ে সংরক্ষিত বনভূমিতে প্রবেশ করলে হাতির দল আহমেদ আলীকে পিষ্ট করে।

স্থানীয়রা ও বনবিভাগ তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, এই ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়।

শ্রীবরদী ইউএনও মনীষা আহমেদ জানিয়েছেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরও নিহত হয়েছিলেন।

 

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top