বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

মাগুরায় গরু চুরির অভিযোগে প্রবাসীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:২৯

সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় আকিদুল ইসলাম (৪৫) নামে এক প্রবাসীকে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ইছাখাদা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকিদুল পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।

নিহতের ছেলে সাইমন জানান, তার বাবা পাঁচ মাস আগে সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন এবং ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। ভোর রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ইছাখাদা বাজারে নামলে একই গ্রামের মিলন, সত্তার, মনিরুল, রশিদসহ কয়েকজন প্রতিবেশী তাকে চোর বলে গণধোলাই দেয়। এ সময় তারা আকিদুলের ফোন ব্যবহার করে বাড়িতে ফোন দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। সাইমন অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যার ঘটনা।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ভোররাতে আকিদুলকে জনতার হাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top