রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

সংস্কারকাজের জন্য জামালপুর শহরের ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ০৯:২৪

ছবি: সংগৃহীত

লাইন সংস্কার ও মেরামতকাজের জন্য জামালপুর শহরের ১১ কেভি ভিআইপি ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), জামালপুর।

মাইকিংয়ে জানানো হয়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ না থাকায় সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম কালবেলাকে জানান, বিদ্যুৎ বন্ধের আওতায় জেলা সেটেলমেন্ট অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশের কার্যালয়, থানা, আদালত, জেনারেল হাসপাতাল, বিজিবি ক্যাম্পসহ সংশ্লিষ্ট এলাকাগুলো থাকবে।

তিনি আরও বলেন, বিকাল ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। বিদ্যুৎ লাইনের যে কোনো ত্রুটি সমাধান ও সংস্কারের স্বার্থেই ফিডারটি বন্ধ রাখা হচ্ছে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় এ দিনই কাজটি নির্ধারণ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top