রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ডুমুরিয়া প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা ও গঠনতন্ত্র পর্যালোচনা কমিটি গঠন

এস কে বাপ্পি খুলনা প্রতিনিধিঃ | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১২:১৮

ডুমুরিয়া প্রেসক্লাব। ছবি: সংগৃহীত

ডুমুরিয়া প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচন এবং ক্লাবের গঠনতন্ত্র পর্যালোচনা নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন এসএম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন শেখ মাহতাব হোসেন। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিকরা কাজী আব্দুল্লাহ, মোঃ বেলায়েত হোসেন, সাব্বির খান ডালিম, এস রফিকুল ইসলাম, আব্দুর রশিদ এলিন, জাহিদুর রহমান বিপ্লব, শেখ আব্দুল মজিদ, আব্দুর রশিদ বাচ্চু, শেখ এনামুল বাশার টিটো, শেখ সিরাজুল ইসলাম, এসএম হাবিবুর রহমান, মোঃ ইলিয়াজ হোসাইন, বাবুল সরদার, অরুন দেবনাথ, আশরাফুল আলম, সুজিত মল্লিক, এমএ মজিদ, জাহাঙ্গীর আলম মুকুল, খান মহিদুল ইসলাম, এস কে বাপ্পি, আরিফুজ্জামান নয়ন, এফএম মনির, গাজী সোহেল আহম্মেদ, মিঠুন মন্ডল, মোঃ ফরিদুল ইসলাম খান, সুমন ব্রহ্ম, দিপ্তীমান রায় বাপ্পি, সেলিম আবেদ, জিএম ফিরোজ এবং আজহারুল ইসলাম।

সভা শেষে ক্লাবের গঠনতন্ত্র পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাখা হয়েছে আনোয়ার হোসেন আকুঞ্জি, আব্দুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান, সুব্রত কুমার ফৌজদার এবং আক্তারুজ্জামান লিটনকে। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গঠনতন্ত্র পর্যালোচনা করে খসড়া সংস্করণ সাধারণ সভায় উপস্থাপন করার জন্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top