সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

নাফনদ তীরে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি : | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৫:২০

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদ তীরে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হানিফ। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল জানান, সকালে মাছ ধরতে গিয়ে নাফনদ তীরের তেচ্ছিব্রিজ এলাকায় স্থলমাইনটির বিস্ফোরণ ঘটে। এতে হানিফের একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, “গতকাল রোববার একই এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই সংঘর্ষস্থলেই আজ মাইনটি বিস্ফোরণ হয়েছে।

এ বিষয়ে উখিয়ায় দায়িত্বরত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় একটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় মাইন পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোন কোন স্থানে এসব মাইন রয়েছে, তা শনাক্তে বিজিবির পক্ষ থেকে কাজ চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানান, নাফ নদী ও আশপাশের সীমান্ত এলাকায় আরও স্থলমাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষকে সতর্ক করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন রোববার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়। আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top