শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে জরিমানা আদায়

টাঙ্গাইল থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ২২:৩৫

অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে জরিমানা আদায়

টাঙ্গাইলের মির্জাপুরে নদীরপার কেটে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বংশাই নদীর গোড়াই খামারপাড়া এলাকায় এ অভিযান চালায়।

উপজেলা ভূমি অফিস সূত্র জানান, গোড়াই খামারপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বংশাই নদীরপার কেটে মাটি বিক্রি করছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি)জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত খামারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাটি ভর্তি কয়েকটি ট্রাক আটক করা হয়।

পরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলামের নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক জানান।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top