শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০০:২৮

১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস

বাহুবলি সিনেমার মাধ্যমে বলিউডে তারকাখ্যাতি পান প্রভাস। এরপর থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় এই অভিনেতা। তার পরবর্তী সিনেমার জন্য ১৫০ কোটি রুপি নিচ্ছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তার পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন প্রভাস। বর্তমানে বেশ কিছু সিনেমার জন্য ১০০ কোটি রুপি করে নিচ্ছেন প্রভাস। কিন্তু সদ্য ঘোষণা দেওয়া পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার ‘স্পিরিট’ সিনেমার জন্য ১৫০ কোটি রুপি দাবি করেন তিনি।

শুধু তাই নয় জানা গেছে, বর্তমানে ২০২৫ সালের জন্য শিডিউল দিচ্ছেন প্রভাস। শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশন্স, ইউভি ক্রিয়েশন্স, মৈথিরি মুভি মেকারসের সঙ্গে নাকি আলোচনা করছেন তিনি। চলতি বছর আরো দু’টি সিনেমার ঘোষণা দেবেন এই অভিনেতা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top