সালমানের নতুন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ০২:১৭
বলিউডে পর্দা কাঁপাতে আসছে সালমানের নতুন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ২৬ নভেম্বর হলে মুক্তি পাবে সিনেমাটি। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলারও।
সোমবার (২৫ অক্টোবর) প্রকাশিত এই ট্রেইলারের ঝলক দেখে বোঝা যায় ভরপুর অ্যাকশন নিয়েই পর্দা কাঁপাবেন বাজরাঙ্গি ভাইজান।
সিনেমায় সুরজিৎ সিং গিল নামের একজন শিখ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সালমানকে। আর ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘আয়ুষ শর্মাকে’। সিনেমাটি তৈরি করেছেন পরিচালক মহেশ মঞ্জরেকর। মূলত তার ড্রামা ফিল্ম ‘মুলশি প্যাটার্ন’ এর কাহিনিকেই নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরেছেন মহেশ।
সালমান এবং আয়ুষ ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়, নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: সালমান খান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।