মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিশ্বের সবচেয়ে বেশি আয়ের তারকা কাইলি

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

বিনোদন ডেস্ক:

বিশ্বের সবচেয়ে উপার্জনশীল তারকা কাইলি জেনার। ২০২০ সালে ৬.১ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথমে রয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা।

এর আগে শোনা গিয়েছিল, ফোর্বস ম্যাগাজিন নাকি কাইলিকে বিলিয়নিয়ারদের তালিকায় থেকে বাদ দিতে চেয়েছিলেন। কারণ তাদের মনে হয়েছিল এই তারকার উপার্জন সংক্রান্ত তথ্যগুলো ভুল।

আর্থিক বিশেষজ্ঞরা গণনা করে দেখেছেন, এ বছর তার উপার্জন ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে। কারণ কাইলি তার প্রসাধনী ব্র‌্যান্ডের অধিকাংশ বেচে দিয়েছেন। তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন কেনিয়া ওয়েস্ট। মার্কিন এই র‌্যাপারের উপার্জন ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।

ফোর্বস ম্যাগাজিনের এমন কাণ্ডে প্রথমে চুপচাপই ছিলেন কাইলি। এরপর নিজের আইনজীবী দিয়ে তার যাবতীয় ট্যাক্স রিটার্নের কাগজপত্র পাঠিয়েছিলেন ম্যাগাজিনটির অফিসে। কিন্তু সেটা নিয়েও আপত্তি জানায় ফোর্বস।

এরপরেই সামাজিক মাধ্যমে ফোর্বস ম্যাগাজিনকে নিয়ে সমালোচনা শুরু করেন কাইলি। অবশেষে ম্যাগাজিনটি তাদের ভুল স্বীকার করে নিতে বাধ্য হয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের নতুন তালিকা বলছে, কাইলি জেনারের সারা বছরে উপার্জন ৫৪০ মিলিয়ন ডলার। এর ঠিক পরেই আছেন কেনিয়ে ওয়েস্ট (১৭০ মিলিয়ন ডলার), রজার ফেডেরার (১০৬ মিলিয়ন ডলার), ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৫ মিলিয়ন ডলার) এবং লিওনেল মেসি (১০৫ মিলিয়ন ডলার)।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top