শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

বিচার নিশ্চিত হোক, দুঃশাসন যেন না ফেরে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

ছবি: সংগৃহীত

১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন না হয়, সেই দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে তিনি এই জবানবন্দি দিয়েছেন।

এই মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক।

মাহমুদুর রহমান বলেন, আমি চাই আসামিরা উপযুক্ত শাস্তি পাক। একইসঙ্গে ভবিষ্যতে যেন এমন দুঃশাসন আর না আসে, সে শিক্ষা হোক এই বিচারের মাধ্যমে—যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলা হয়েছিল, ‘নেভার এগেইন’। তিনি অভিযোগ করেন, সেই নৃশংসতার সময় তৎকালীন সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি। যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তারা সবাই ‘কমান্ড রেসপন্সিবিলিটি’র আওতায় পড়েন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top