সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বাড্ডার নিমতলিতে পুলিশ হেফাজতে ৩০ রাউন্ড গুলি চুরি: ওসি প্রত্যাহার, পাঁচ পুলিশ বরখাস্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন এসআই, একজন এএসআই ও পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ ঢাকা পোস্টকে জানান, “কর্তব্যে অবহেলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চুরি হওয়া মালামাল ও গুলি পরবর্তী সময়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এটি স্পষ্ট দায়িত্ব অবহেলা।”

ঘটনার বিবরণ অনুযায়ী, মন্দিরের বাউন্ডারির মধ্যে নির্মাণাধীন এক ভবনের দোতলায় রুমে চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্য ডিউটিরত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে তাদের কাছ থেকে চারটি ব্যাগ, দুইটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয়। একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরবর্তীতে সকাল পৌনে ১০টায় পুলিশ চুরি হওয়া ব্যাগগুলো মন্দির সংলগ্ন পতিত জমি থেকে উদ্ধার করে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ডিসি তারেক মাহমুদ আরও জানান, “বিভাগীয় পদক্ষেপ হিসেবে ওসি, এক এসআই, এক এএসআইসহ পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top