সেনা হেফাজতে ১৫ কর্মকর্তা: চিফ প্রসিকিউটর বললেন ‘আদালতে হাজির করতে হবে’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৮:০৮

সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ রোববার সাংবাদিকদের কাছে তিনি আইনের বিধান তুলে ধরেন। তিনি বলেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী, যেখানেই গ্রেপ্তার করা হোক না কেন, আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে।
চিফ প্রসিকিউটর নিশ্চিত করেন যে, গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। যদিও সেনাবাহিনী তাদের হেফাজতে রাখার কথা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানায়নি, তাই মিডিয়াতে আসা তথ্য তিনি আমলে নিচ্ছেন না।
তবে তাজুল ইসলাম স্পষ্ট করে বলেন, আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে। এটাই বিধান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।