বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার মামলা: সাক্ষ্যগ্রহণের দশম দিন শুরু

বেরোবি প্রতিনিধি | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৩১

ছবি: সংগৃহীত

গত জুলাই গণ-অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনাল-২-এ চলছেই।

সোমবার (১৩ অক্টোবর) মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০ জন আসামির মধ্যে অন্যতম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্যগ্রহণের জন্য উপস্থিত থাকবেন। এর আগে গত ৬ অক্টোবর নবম দিনে পুলিশের দুই উপ-পরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল সাক্ষ্য দিয়েছেন। তারা জব্দ তালিকার সাক্ষী ছিলেন এবং পরে পলাতক আসামিদের আইনজীবীরা তাদের জেরা করেন।

২৯ সেপ্টেম্বর অষ্টম দিনে তিনজন সাক্ষী, আর ২২ সেপ্টেম্বর আয়ন নামের এক সাক্ষী সাক্ষ্য দেন, যিনি গুলিবিদ্ধ অবস্থায় আবু সাঈদকে প্রথম হাসপাতালে নিয়ে যান। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা থেকে লাইব্রেরিয়ান আনিসুর রহমান ও এসআই মো. তরিকুল ইসলাম এর সাক্ষ্যও নেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর ডা. রাজিবুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে।

মোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে। মামলা আনুষ্ঠানিকভাবে ২৭ আগস্ট থেকে চলছে এবং তার আগে ৩০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

বিচারিক প্যানেল আশাবাদী, দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করা সম্ভব হবে, যদিও আরও কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ এবং জেরার প্রয়োজন হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top