বিচার বিভাগের সচিবালয় এ সরকারেই: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:০৪

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এই অন্তর্বর্তী সরকারের সময়ই হবে! সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।
হয়রানি কমাতে কাল অর্থাৎ বুধবার (১৫ অক্টোবর) থেকে চালু হচ্ছে অনলাইনে জামিননামা (বেইল বন্ড) পাঠানোর সুবিধা। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে!
আইন উপদেষ্টা জানান, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যেখানে টাকা খরচসহ নানা হয়রানির শিকার হতে হয়। এই নতুন পাইলট প্রকল্পের মাধ্যমে সেই জটিলতা থেকে মুক্তি মিলবে।
তিনি আরও জানান, গুমের আইন, দুদক আইন এবং হিউম্যান রাইটস আইনও আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। তিনি দেশের নিজস্ব অর্থ ব্যবহার করে এই ধরনের সংস্কার করার ব্যাপারেও জোর দেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।