শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে ট্রাইব্যুনালের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১০:৫২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম-খুন এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
গুম ও মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় শেখ হাসিনাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদিন সকালে তিন মামলায় আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আইন অনুযায়ী, পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হলে, পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। ট্রাইব্যুনাল এই আদেশের পাশাপাশি গুমের দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন। আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে এখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।