বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দিয়েছেন: চিফ প্রসিকিউটর; চাই সর্বোচ্চ শাস্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন এবং সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন—দাবি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এই দাবি করেন। তিনি বলেন, শেখ হাসিনা যারা মামলা করেছেন, তাদের হত্যা করার হুমকি দিচ্ছেন।

তাজুল ইসলাম বলেন, আসামিদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় নিষ্ঠুর হত্যাযজ্ঞ, পুরো প্রজন্মকে হত্যা করার চেষ্টা, এরপরও অনুশোচনা না থাকায় তিনি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গণহত্যায় জড়িত আসামিদের বিচার না হলে জুলাই শহীদ-আহতদের ওপর অবিচার করা হবে। তিনি বিশ্বাস করেন, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্তাকুঁড়ে ভীরু-কাপুরুষ হয়ে রয়ে যাবে না।

এই মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি গণহত্যার পেছনের ঘটনা তুলে ধরেছেন। প্রসিকিউশন বলছে, তাদের প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। মামলার রায়ের দিন আগামী ১৩ নভেম্বর ধার্য করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top