শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

৪ নভেম্বর ফুলকোর্ট সভা: পদোন্নতি ও বদলি নিয়ে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

সংগৃহীত

দেশের বিচার বিভাগীয় প্রশাসনিক কার্যক্রমে আসতে চলেছে বড় পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডাকা হলো সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা!আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর, বিকেল ঠিক ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এই সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ফুলকোর্ট সভায় অংশ নেবেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েই এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।তবে এবার মূল আলোচ্যসূচিতে আছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

প্রথমত, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি। এবং দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের আগামী ২০২৬ সালের বর্ষপঞ্জি চূড়ান্তকরণ। অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতির বিষয়ে বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার আসিফ ইকবালের সই করা বিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top