ঐকমত্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার: জুলাই সনদ নিয়ে আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:২০
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার প্রত্যাশা করছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেবে। এতে সরকারের কাজ সহজ হবে।
ড. আসিফ নজরুল উল্লেখ করেন, জুলাই সনদে উল্লেখিত কিছু বিষয় নিয়ে একটি বড় রাজনৈতিক দলের অভিযোগ রয়েছে। এই অভিযোগ নিয়ে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ১৫ বছর একসঙ্গে আন্দোলন করেছে। আমরা তাদের একটু সময় দিতে চাই। তারা এসব বিষয়ে নিজেরা একমত হতে পারেন কিনা, তা আমরা দেখব।
কোনো আল্টিমেটাম না দিলেও, আসিফ নজরুল স্পষ্ট করে বলেন—তারা অপেক্ষা করবেন, তবে দলগুলো ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে ব্যর্থ হলে, অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার এই বিরোধে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।