শেখ হাসিনার বিচার নিয়ে জাতিসংঘে জরুরি আপিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৫:৫০
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ। লন্ডনের দুই ব্রিটিশ আইনজীবী এই বিষয়ে সম্প্রতি জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার তারিখ নির্ধারিত হতে পারে। এই পরিস্থিতিতে, ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলস ও তাতিয়ান ইটওয়েল এই পদক্ষেপ নিয়েছেন।
জাতিসংঘের বিশেষ দূতের কাছে জমা দেওয়া এই আপিলে বলা হয়েছে, এই বিচারকাজে রাজনৈতিক প্রতিহিংসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়াও, বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ন্যায্য বিচারের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করায়, তাকে অনুপস্থিতিতেই বিচার করা হচ্ছে এবং তিনি কোনো নোটিশও পাননি। আপিলে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সাথে যুক্ত আইনজীবীদের ওপর আক্রমণের কারণে তিনি তার পছন্দের আইনজীবী পাচ্ছেন না, এবং রায় ঘোষিত হলে তিনি প্রায় নিশ্চিতভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে চলেছেন।
দুই ব্রিটিশ আইনজীবী সতর্ক করেছেন যে, এমন ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে বেঁচে থাকার অধিকারের সরাসরি লঙ্ঘন হবে। আন্তর্জাতিক মহল এখন এই বিচার প্রক্রিয়ার দিকে নজর রাখছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।