মানবতাবিরোধী অপরাধ: হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর, প্রত্যাশিত মৃত্যুদণ্ড!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৪

সংগৃহীত

এক ঐতিহাসিক রায়ের দিন ধার্য করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী সোমবার, ১৭ নভেম্বর, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে।

এই মামলার প্রধান আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্য আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করা হয়েছে। প্রসিকিউশন মনে করে, আওয়ামী লীগ বিচার বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে, তবে বিচার তার নিজস্ব গতিতে চলবে।

মামলার মূল অভিযোগ হলো—শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের পর দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা ও পঁচিশ হাজারকে আহত করা। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ায়, তার ভাগ্যে কী ঘটে, সেদিকে সবার নজর। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা খালাস চেয়েছেন। ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল কী রায় দেন, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top