আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা আগামীকাল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫২
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল (সোমবার, ১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হবে। এছাড়া, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদন করা হবে।
গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যারা এখনও পলাতক, এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন এবং রাজসাক্ষী হয়েছেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, ফারুক আহমদসহ অন্যান্য প্রসিকিউটর। মামলায় অভিযোগপত্র ৮,৭৪৭ পৃষ্ঠার এবং এতে তথ্যসূত্র, দালিলিক প্রমাণ ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এখন গোটা দেশ নজর রাখছে, সোমবার রায় কেমন হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।