চার বাহিনীর কড়া অবস্থান ও তল্লাশি, কঠোর নিরাপত্তা বলয়ে আদালতপাড়া
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪০
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেছে চার বাহিনীর সদস্যরা—সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব।
সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আদালতপাড়া ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে কড়া চেকপোস্ট বসানো হয়েছে। সামান্য সন্দেহ হলেই পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ, পরিচয়পত্র যাচাই এবং ব্যাগপত্র পরীক্ষা করা হচ্ছে। রায় ঘোষণার দিন হিসেবে আজকে ‘উচ্চঝুঁকির সকাল’ ধরেই পুরো এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে হাইকোর্ট মোড়, সুপ্রিম কোর্টের মূল গেট থেকে মাজার গেট পর্যন্ত টহল ও তল্লাশি কার্যক্রম সাধারণ দিনের তুলনায় বহুগুণ বাড়ানো হয়েছে। মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখা, হেঁটে যাওয়া ব্যক্তিদের পথের কারণ জানতে চাওয়া—সব মিলিয়ে এলাকা জুড়ে সতর্কতার চাপা পরিবেশ বিরাজ করছে।
মাজার গেট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে। আদালতপাড়ার ভেতরে র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে এবং সুপ্রিম কোর্টের চারদিকে বিজিবির টহল দল ক্রমাগত নজরদারি চালাচ্ছে।
মগবাজার থেকে আসা এক নারী আইনজীবী জানান, “দুই জায়গায় আমাকে ব্যাগ খুলে দেখাতে হয়েছে। এমন দিন আগে কখনও দেখিনি।”
আদালতপাড়ার একজন দোকানকর্মী বলেন, “সকাল থেকেই পরিবেশ অন্যরকম। কেউ দাঁড়ালেই জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন।”
অনুমোদন ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত এক নিরাপত্তাসদস্য বলেন, “আজ ছাড় দেওয়ার সুযোগ নেই।”
এদিকে রায় বড় পর্দায় সরাসরি প্রচারের উদ্যোগ থাকায় রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে। গোয়েন্দা সংস্থার বিশেষ টিমও মাঠে রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।