সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়! দৃষ্টি ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১১:০২
সোমবার, ১৭ নভেম্বর, বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। জুলাই আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হতে চলেছে। অভিযুক্ত তিনজনের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সরকারপ্রধানের বিরুদ্ধে এটিই প্রথম রায়।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বেলা ১১টায় এই রায় ঘোষণা করবেন। মামলায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলি-সহ পাঁচটি গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বড় সংশোধনী আনা হয়। নতুন আইনে দণ্ডের পাশাপাশি আসামিদের বাজেয়াপ্ত সম্পত্তি ভুক্তভোগীদের কাছে হস্তান্তরের বিধান যুক্ত করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায়ের অংশবিশেষ বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। মামলার বিচারকাজ গুরুত্বপূর্ণ অংশগুলো এর আগেও সরাসরি সম্প্রচার হয়েছিল।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় রায় কার্যকর কীভাবে হবে, তা নিয়ে আলোচনা চলছে। ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল কী আদেশ দেন, এখন সবার দৃষ্টি সেদিকেই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।