দেশে এখনও কোনো নারীকে ফাঁসি দেওয়া হয়নি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি ৯৪
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০২
দেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দির সংখ্যা এখন দুই হাজার ৫৯৪। তাদের মধ্যে ৯৪ জন নারী, বাকি সবাই পুরুষ। তবে স্বাধীনতার পর ৫৪ বছর ধরে কোনো নারীর ফাঁসির দণ্ড কার্যকর হয়নি।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা কনডেম সেলে নয়, বরং মৃত্যুদণ্ডাদেশ বন্দি সেলে রাখা হয়। কোনো সেলে একজনও থাকতে পারে, আবার একাধিক আসামি থাকতে পারে।
সাবেক ডিআইজি (প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী বলেন, নারীদের ফাঁসি দেওয়া যায় না এমন কোনও আইন নেই। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কয়েকটি আইনি ধাপ সম্পন্ন করতে হয়। এখনও কোনো নারীর ক্ষেত্রে এই ধাপগুলো সম্পন্ন হয়নি।
কারা সূত্র জানায়, বর্তমানে দেশের ১৪টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগারে মোট বন্দির সংখ্যা ৮২ হাজার। কারাগারের ধারণক্ষমতা ৪২ হাজার ৮৭৭ জন। সর্বাধিক নারী বন্দি গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন, যেখানে ৫৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি আছেন।
কারাগারের নিয়ম-প্রথা ও সামাজিক ধারণা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি থাকলেও বাস্তবে রমজানে কারও ফাঁসি কার্যকর না করার বিষয়ে আইনত কোনও বাধ্যবাধকতা নেই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।