বাংলাদেশে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি: শেখ হাসিনার রায় কি ব্যতিক্রম?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৪

সংগৃহীত

বাংলাদেশে এক চাঞ্চল্যকর রায়—ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায় ঘোষণার পর একটি পুরনো প্রশ্ন আবার সামনে এসেছে: দেশে কি কোনো নারীর ফাঁসি কার্যকর হতে পারে?

কারা সূত্র অনুযায়ী, স্বাধীনতার পর থেকে শতাধিক নারীর বিরুদ্ধে ফাঁসির রায় হলেও, আজ পর্যন্ত একজনেরও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এমনকি কাশিমপুরের একমাত্র নারী কারাগারেও নেই কোনো ফাঁসির মঞ্চ।

আইন বলছে, অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি দেওয়া হয়—সেখানে নারী-পুরুষের কোনো আলাদা সুবিধা নেই। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৪ জন নারী বন্দির মধ্যে আছেন বরগুনার আয়েশা সিদ্দিকা মিন্নি এবং নুসরাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত কামরুন্নাহার মণি’র মতো অনেকে। আইনি জটিলতা, উচ্চ আদালতে শাস্তি হ্রাস, রাষ্ট্রপতির কাছে ক্ষমা আবেদন না পৌঁছানো এবং সামাজিক দৃষ্টিভঙ্গি—এসব মিলেই তাদের কারোরই ফাঁসি কার্যকর হয়নি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিশেষজ্ঞ ড. আরিফ জামিল বলছেন, শেখ হাসিনার মামলা আন্তর্জাতিক অপরাধের মামলা হওয়ায় এটি অন্য সাধারণ মামলা থেকে ভিন্ন। এই রায় কার্যকর হলে তা হবে প্রথম ঘটনা, এবং অপরাধের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় তা কোনো বিস্ময় সৃষ্টি করবে না।

এখন প্রশ্ন হলো, আইনি বাধা না থাকা সত্ত্বেও এতদিন যে নজির তৈরি হয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রে কি তার ব্যতিক্রম হবে? এই ঐতিহাসিক রায়ের পরিণতি কী হবে, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top