মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার মৃত্যুদণ্ড: আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি, উদ্বেগ এইচআরডব্লিউর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৪

সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তাদের মতে, এই বিচার আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।

এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার হয়েছে। তারা নিজেদের পছন্দের আইনজীবী পাননি এবং আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগও পাননি। এ ধরনের বিচার গুরুতর মানবাধিকার উদ্বেগ সৃষ্টি করে।

সংস্থাটি স্বীকার করে, হাসিনা সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা ন্যায়বিচার দাবি করেন। তবে ন্যায়বিচার নিশ্চিত করার মানে হলো অভিযুক্তের অধিকারও সুরক্ষিত রাখা। ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনার অডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলেও, ন্যায়সংগত প্রক্রিয়ায় ঘাটতি ছিল।

এইচআরডব্লিউ আরও জানায়, মৃত্যুদণ্ডের কারণে বিচার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তারা সংবিধানের সংশ্লিষ্ট ধারা বাতিল করে সবার জন্য সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করার এবং মৃত্যুদণ্ড স্থগিত করে বিলোপের দিকে অগ্রসর হওয়ার তাগিদ দিয়েছে।

এদিকে, রায় ঘোষণার পর ভারত থেকে তাদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এইচআরডব্লিউ ভারতকে সতর্ক করে বলেছে, মৃত্যুদণ্ড বা অন্যায্য বিচারের ঝুঁকি রয়েছে এমন দেশে কাউকে প্রত্যর্পণ করা উচিত নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top