মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ২২:০৭

সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুরাদ হোসেন (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুরাদ হোসেন মিরপুর পাইকপাড়া এলাকার আমজাদ হোসেন শিকদারের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।

কারা সূত্র জানায়, তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান ছিল। গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top