বাড্ডায় বাসা থেকে সাংবাদিক সোহেলকে ডিবি নিয়ে গেছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৬
দৈনিক ভোরের কাগজ–এর অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।”
পরিবারের বরাত দিয়ে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য সোহেলের স্ত্রীকে বলেন যে ডিবি প্রধান তার সঙ্গে কথা বলতে চান, এবং কথা শেষ হলে তাকে বাসায় ফিরিয়ে দেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।