আশুলিয়ায় ছয় মরদেহ পুড়িয়ে হত্যার মামলায় রাজসাক্ষী জবানবন্দি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:০৮
ঢাকার আশুলিয়ায় গত বছরের ৫ আগস্ট ছয় মরদেহ পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে জবানবন্দি দেন তিনি। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
জবানবন্দিতে এসআই আবজালুল হক জানান, মরদেহ পুড়িয়ে দেওয়ার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে ১৫ আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন লাশ পুড়িয়ে দেওয়ার কথা। তিনি বলেন, আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ মিলে ছয়টি মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছেন। সাক্ষ্য দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান এবং শহীদদের জন্য কিছু করতে না পারার আক্ষেপ প্রকাশ করেন।
গত ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ ওই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে। জবানবন্দিতে দোষ স্বীকার করেন এসআই শেখ আবজালুল হক। এছাড়াও ঘটনার প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সাক্ষীরা পুলিশি বর্বরতার বর্ণনা দিয়েছেন।
এ মামলায় গ্রেফতার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই আবজালুল হক এবং কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন এখনো পলাতক রয়েছেন।
ভ্যানে ছয় মরদেহ পুড়িয়ে ফেলার এই ঘটনা দেশের মধ্যে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।