আগের বিয়ে গোপন
দ্বিতীয় স্বামীর মামলায় নারীসহ কাজির কারাদণ্ড
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:০৯
আগের বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার ঘটনায় এক নারীর এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় বিয়ের কাজিকে দুই বছর কারাদণ্ড ও তার নিকাহ–তালাক রেজিস্ট্রারের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জাহিদ হাসানের স্ত্রী মোছা. নুসরাত জাহান তাসনিম ওরফে তাসমিন নাহার (২৬) এবং কাজি আবু মুসা আহম্মদ। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের স্টেনোগ্রাফার আনিসুল ইসলাম জানান, রায় ঘোষণার পর নুসরাতকে কারাগারে পাঠানো হয়েছে। তবে কাজি আবু মুসা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি তার লাইসেন্স বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এই মামলায় আরেক আসামি মো. আমিনুল ইসলাম অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।
রংপুরের বাসিন্দা জাহিদ হাসান ২০২০ সালে তিনজনকে আসামি করে প্রতারণার মামলাটি করেন। তার আগে ২০১৭ সালের ১০ নভেম্বর এক লাখ টাকা দেনমোহরে নুসরাতের সঙ্গে তার বিয়ে হয়।
মামলার এজাহারে জাহিদ জানান, বিয়ের সময় নুসরাতকে অবিবাহিত বলা হয়েছিল। পরে ২০১৮ সালে নুসরাত তার ভাইকে বিদেশে পাঠানোর কথা বলে জাহিদের কাছে তিন লাখ টাকা দাবি করেন। জাহিদ টাকা দিতে রাজি না হলে নুসরাত সংসার করতে অস্বীকৃতি জানান।
২০২০ সালের ১৭ মার্চ এক সালিস বৈঠকে নুসরাত জাহিদের কাছে দেনমোহর বাবদ তিন লাখ টাকা দাবি করেন। এরপর জাহিদ জানতে পারেন—নুসরাত তার আগের বিয়ে গোপন করে তাকে বিয়ে করেছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।