বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

আপিল বিভাগের ঐতিহাসিক রায়: তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:২০

সংগৃহীত

এক ঐতিহাসিক রায়ে দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করলেন। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

এই রায়ের মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলো। তবে আদালত জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।

১৯৯৬ সালে এই ব্যবস্থা সাংবিধানিক রূপ পেয়েছিল রাজনৈতিক অস্থিরতার মুখে। কিন্তু ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করেন। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করা হয়েছিল, যার ফলস্বরূপ আজকের এই ঐতিহাসিক রায়।

সর্বোচ্চ আদালতের এই সর্বসম্মত রায়ের ফলে দেশের নির্বাচনী রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই রায়ের আইনি ও রাজনৈতিক প্রভাব সুদূরপ্রসারী হবে বলে মনে করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top