বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সাইবার ট্রাইব্যুনাল খারিজ করলো তারেক রহমানকে কটূক্তির মামলার আবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৫৩

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের নামে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাইবার ট্রাইব্যুনাল-১-এর বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সহকারী জুয়েল মিয়া।

মামলার আবেদনকারী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকর্মীরা। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশ অপেক্ষমাণ ছিল।

আবেদনে বলা হয়েছিল, ১২ নভেম্বর তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চুয়ালি বলেন, “বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।” এরপর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন, “৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত।”

আবেদনে উল্লেখ করা হয়, এতে তারেক রহমানের গৌরব ও সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হয়েছে। বাদীপক্ষ দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের ভাবমূর্তি কলুষিত করার উদ্দেশ্যে এমন পোস্ট করা হয়েছে এবং ঘটনার মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top